Home >> নিয়োগ বিজ্ঞপ্তি >> এসএসসি পরীক্ষার বিশেষ প্রস্তুতি (বাংলা প্রথম পত্র) –

এসএসসি পরীক্ষার বিশেষ প্রস্তুতি (বাংলা প্রথম পত্র) –

মডেল টেস্ট-২

প্রিয় এসএসসি পরীক্ষার্থী, আজ তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা প্রথম পত্র বিষয়ের একটি মডেল টেস্ট দেয়া হলো। পরবর্তীতে উত্তরপত্র থেকে উত্তর মিলিয়ে নেবে।

সময় : ৪০ মিনিট পূর্ণমান : ৪০

৮. ‘খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল’ বাক্যটিতে বোঝানো হয়েছে_
র মুক্ত হওয়ার বাসনা উদয় হয়ে মুহূর্তেই মিলিয়ে গেল
রর উন্মাদ
ররর চিরপ্রস্থান
নিচের কোনটি সঠিক?
(ক) র (খ) রর
(গ) র ও রর (ঘ) রর ও ররর
৯. ‘শিউলিমালা’ কী ধরনের রচনা?
(ক) নাটক (খ) গল্প
(গ) উপন্যাস (ঘ) প্রবন্ধ

১০. ‘শিক্ষার মাধ্যমে’ কীসের বিকাশ ঘটে?
(ক) মূল্যবোধের (খ) মনুষ্যত্বের
(গ) জ্ঞানের (ঘ) নৈতিক মূল্যবোধের

১১. ‘জননী, চিহ্ন, শহরতলি, অহিংস, চতুষ্কোণ’_ এগুলো কী?
(ক) গল্পগ্রন্থ (খ) প্রবন্ধ সংগ্রহ
(গ) উপন্যাস (ঘ) নাটক

১২. ‘বুর্জোয়া বিলাস’ শব্দের অর্থ কী?
(ক) মধ্যবিত্ত শ্রেণির মানুষের শখ
(খ) গরিব শ্রেণির শখ
(গ) নিচু জাতের শখ
(ঘ) বজরায় ভ্রমণ
১৩. ‘একাত্তরের দিনগুলি’ রচনায় শরীফ হলো, লেখিকার_
(ক) স্বামী (খ) দেবর
(গ) ভাই (ঘ) বন্ধু

১৪. দীনবন্ধু মিত্র কী ধরনের নাটক নিয়ে আবির্ভূত হন?
(ক) পৌরাণিক
(খ) ঐতিহাসিক
(গ) রাজনৈতিক
(ঘ) সামাজিক

১৫. হুমায়ুন আজাদের কোন গ্রন্থ থেকে ‘বাংলা শব্দ’ প্রবন্ধটি সংকলিত হয়েছে?
(ক) কতো নদী সরোবর বা বাঙলা ভাষার জীবনী
(খ) লাল নীল দীপাবলি
(গ) বাক্যতত্ত্ব
(ঘ) বাংলা ভাষার রূপরেখা

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published.