Home >> নিয়োগ বিজ্ঞপ্তি >> বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনহীন সিম বন্ধ হয়ে যাবে

বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনহীন সিম বন্ধ হয়ে যাবে

বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল ফোনের সিম নিবন্ধন না করা হলে তা বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে এরিকসন বাংলাদেশের কার্যালয়ে ‘ইন্টারনেট অব থিংস (আইওটি) পোর্টাল’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তারানা হালিম বলেন, আগামী ৩০ এপ্রিলের মধ্যে যেসব মোবাইল ফোন কোম্পানির সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা হবে না  ক্রমান্বয়ে সেগুলোতে সংকেত পাঠাব। এরপর ওইসব (নিবন্ধন বিহীন) সিম কয়েক ঘণ্টার জন্যে বন্ধ করে দেয়া হবে।

তিনি আরো বলেন, আমরা এটি করবো কয়েক ঘণ্টার জন্য। বন্ধ করে সংকেত দিলে সিমের মালিক গিয়ে নিবন্ধন করে নেবেন। তা নাহলে ক্রমান্বয়ে একপর্যায়ে সেগুলো বন্ধ হয়ে যাবে।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, আমি বার বার বলেছি, বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিমের তথ্য এনআইডিতে যাচ্ছে। অন্য কোথাও সংরক্ষিত হচ্ছে না। এটি আমি নিশ্চিত করছি।

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published.