Home >> পড়ালেখা >> বিগত বিসিএস পরীক্ষার ” বাংলাদেশ বিষয়াবলী” এর কিছু প্রশ্নের আপডেট ইনফো

বিগত বিসিএস পরীক্ষার ” বাংলাদেশ বিষয়াবলী” এর কিছু প্রশ্নের আপডেট ইনফো

✐ 12th BCS
ক) কেওক্রাডাং-এর উচ্চতা কত?
নোটঃ কেওক্রাডাং এর উচ্চতা– ১,২৩০ মিটার বা ৪,০৩৫.৪৩ ফুট (উৎসঃ মাধ্যমিক ভুগোল)। অন্যদিকে, বান্দরবান জেলা প্রশাসকের ওয়েবসাইটের তথ্য মতে, কেওক্রাডাং এর উচ্চতা– ৮৮৩ মিটার (ওয়েবসাইট:www.dcbandarban.gov.bd) উল্লেখ্য, ‘কেওক্রাডাং’ বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। অন্যদিকে, বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ- তাজিংডং এর উচ্চতা ১,২৩১ মিটার বা ৪,০৩৯ ফুট (উৎসঃ মাধ্যমিক ভূগোল) ১,৩৭২ মিটার (উৎসঃ বাংলাদেশ পর্যটন কর্পোরেশন) ১,০০৩ মিটার (উৎসঃ বান্দরবন জেলার ওয়েবসাইট)

খ) ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন কত? উত্তরঃ ১,৫৩০ বর্গ কিলোমিটার।

নোটঃ ঢাকা মেট্রোপলিটন সিটির আয়তন- ১,৫৩০ বর্গ কিলোমিটার। ১৯ নভেম্বর, ২০১১ জাতীয় সংসদে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সংশোধন বিল-২০১১ পাশ হওয়ায় বর্তমানে ঢাকায় সিটি কর্পোরেশন দুটিঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঢাকা সিটি কর্পোরেশন (উত্তর ও দক্ষিণ)-এর আয়তন ৩৬০ বর্গকিলোমিটার। (উৎসঃ প্রফেসরস বাংলাদেশ বিষয়াবলী, নতুন সংস্করণ, নভেম্বর-২০১৪, পৃষ্ঠা- ৭২৭)

গ) ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন কে? উত্তরঃ মির্জা আহমেদ জান।

নোটঃ তারা মসজিদটির অবস্থান- আরমানিটোলা, পুরান ঢাকা।

ঘ) বর্তমানে বাংলাদেশে শিশু মৃত্যুহার (প্রতি হাজারে) কত? উত্তরঃ ৩৩ জন (উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা-২০১৫)

________
✐ 13th BCS

ক) বাংলাদেশে ডিগ্রিপ্রাপ্ত চিকিৎসক প্রতি জনসংখ্যা কত? উত্তরঃ ২,১৬৬ জন (উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা-২০১৫)

খ) দশম জাতীয় সংসদ নির্বাচন ২০১৪ সালের কত তারিখে অনুষ্ঠিত হয়? উত্তরঃ ৫ জানুয়ারি।

________
✐ 15th BCS

ক) পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান কত? উত্তরঃ ৮ম (উৎসঃ বিশ্ব জনসংখ্যা রিপোর্ট-২০১৫)

খ) বাংলাদেশের মোট রপ্তানি আয়ে রেডিমেড গার্মেন্টস-এর অংশ কত? উত্তরঃ ৪১.৪% (উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা-২০১৫; ফেব্রুয়ারি ২০১৫ পর্যন্ত)

গ) বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা কত? উত্তরঃ ????

ঘ) বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা কত? উত্তরঃ ১৪ কোটি ৯৭ লাখ ৭০ হাজার (উৎসঃ পঞ্চম আদমশুমারী রিপোর্ট-২০১১)

নোটঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৫ অনুসারে, বাংলাদেশের জনসংখ্যা- ১৫ কোটি ৭৯ লাখ।

________
✐ 18th BCS

ক) বাংলাদেশে কোন দেশ থেকে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ হয়েছে? উত্তরঃ যুক্তরাজ্য (উৎসঃ বিশ্ব বিনিয়োগ রিপোর্ট-২০১৪)

খ) তৈরী পোশাক থেকে বাংলাদেশের রপ্তানি আয়ের শতকরা কতভাগ আসে (২০১৫-১৬ অর্থবছরের হিসাব মতে)?
উত্তরঃ ৪১.৪% (উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা-২০১৫; ফেব্রুয়ারি ২০১৫ পর্যন্ত)

________
✐ 19th BCS

ক) বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ?

নোটঃ সরকারি হিসাব অনুযায়ী, বর্তমানে দেশে বনভূমির পরিমাণ- ১৭.০৮% (প্রায়)। অন্যদিকে, FAO-এর মতে, বাংলাদেশে বনভূমি রয়েছে মোট ভূমির- ১১%। উল্লেখ্য, পরিবেশ বিশেষজ্ঞদের মতে, যেকোন দেশের ভারসাম্য রক্ষায় মোট ভূমির ২৫% বনভূমি থাকা আবশ্যক।

খ) বাংলাদেশে জিডিপিতে পশু সম্পদের অবদান কত? উত্তরঃ ১.৭৩% (২০১৪-১৫ সাময়িক) (উৎসঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৫)

গ) বাংলাদেশ নৌ-বাহিনীর প্রতীক কি? উত্তরঃ শাপলা।

নোটঃ বাংলাদেশ নৌ-বাহিনীর প্রতীক- কাছিবেষ্টিত নোঙর ও এর উপর শাপলা।

ঘ) রপ্তানি আয়ে বর্তমানে পশু সম্পদের অবদান কত?
নোটঃ রপ্তানি আয়ে পশুসম্পদের (চামড়া ও চামড়াজাত দ্রব্য) অবদান– ৩.৬% (২০১৪-১৫ সাময়িক) (উৎসঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৫)

ঙ) দেশের রপ্তানি আয়ের মধ্যে চামড়ার অবস্থান কত?
উত্তরঃ ৩য় (উৎসঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৫)

________
✐ 21st BCS

ক) সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে? উত্তরঃ শ্রীলংকা (৯১.২%)।

নোটঃ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শ্রীলংকায় শিক্ষিতের হার সর্বাধিক। উল্লেখ্য, সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হারে বাংলাদেশ ৫ম অবস্থানে আছে (৫৮.৮%)। (উৎসঃ মানব উন্নয়ন রিপোর্ট-২০১৫)

খ) বর্তমানে বাংলাদেশে গড়পড়তা মাথাপিছু আয় কত মার্কিন ডলার? উত্তরঃ ১৩১৬ মার্কিন ডলার। (২০১৪-১৫ অর্থবছরের চুড়ান্ত হিসাবে)

নোটঃ মানব উন্নয়ন রিপোর্ট-২০১৫ অনুসারে, মাথাপিছু আয়- ৩,১৯১ মার্কিন ডলার।

গ) বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে?
উত্তরঃ তৈরী পোশাক (উৎসঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৫)

ঘ) বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার কয়টি? উত্তরঃ ২৮টি।

নোটঃ বাংলাদেশ সিভিল সার্ভিসের মোট ২৮টি ক্যাডারের মধ্যে সাধারণ ক্যাডার পদ ১৩টি এবং প্রফেশনাল ক্যাডার পদ ১৫টি।

________
✐ 24th BCS

ক) কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়? উত্তরঃ মূল্য সংযোজন কর। (উৎসঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৫)

খ) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরউত্তম উপাধিতে ভূষিত করা হয়? উত্তরঃ ৬৮ জন।

নোটঃ মোট বীরউত্তম ৬৯ জন। সর্বশেষ- ব্রিগেডিয়ার জেনারেল জামিল উদ্দিন আহমেদ। কিন্তু স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য ৬৮ জনকে বীরউত্তম উপাধিতে ভূষিত করা হয়।

গ) ২০১৫-১৬ সনের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর মোট ব্যয় কত?
উত্তরঃ ৯৭,০০০ কোটি টাকা (উৎসঃ জাতীয় বাজেট ২০১৫-১৬)

ঘ) মার্কিন ডলারে ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় কত?
উত্তরঃ ১৭৭৯৯.৪ মিলিয়ন মার্কিন ডলার (জানুয়ারি ২০১৫ পর্যন্ত) (উৎসঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৫)

________
✐ 25th BCS

ক) সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গকিলোমিটার? উত্তরঃ ১০,০০০ বর্গকিলোমিটার।

নোটঃ বাংলাদেশ ও ভারত দুই অংশে সুন্দরবনের মোট আয়তন- দশ হাজার বর্গ কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশ অংশের আয়তন- ৬,০১৭ বর্গ কিলোমিটার এবং ভারত অংশের আয়তন- ৩,৯৮৩ বর্গ কিলোমিটার। (উৎসঃ বন অধিদপ্তর) উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন- সুন্দরবন।

খ) সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই?

নোটঃ ১ এপ্রিল ২০০৮ থেকে বাংলাদেশ মালদ্বীপের দূতাবাস চালু করা হয়। কিন্তু ৩১ মার্চ ২০১৪ তে বন্ধ করে দেয়া হয়। তারপর ১ জানুয়ারি, ২০১৫ তে পুনরায় দূতাবাসটি চালু করা হয়। উল্লেখ্য, মালদ্বীপের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় ২২ সেপ্টেম্বর ১৯৭৮ এ।

গ) কোন বাংলাদেশী উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক? উত্তরঃ মারমা।

নোটঃ মোট ৪৫টি উপজাতির মধ্যে গারো, খাসিয়া, সাঁওতাল মাতৃতান্ত্রিক। বাকি ৪২টি উপজাতি পিতৃতান্ত্রিক।

ঘ) বাংলাদেশে বর্তমানে কয় স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে? উত্তরঃ তিন স্তর।

নোটঃ গ্রামাঞ্চলে তিন স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু রয়েছে। প্রথম স্তর- ইউনিয়ন পরিষদ; দ্বিতীয় স্তর- উপজেলা পরিষদ এবং তৃতীয় স্তর- জেলা পরিষদ। উল্লেখ্য, শহরাঞ্চলে দুই স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু রয়েছে। প্রথম স্তর- পৌরসভা; দ্বিতীয় স্তর- সিটি কর্পোরেশন।

________
✐ 26th BCS

ক) বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? উত্তরঃ ময়মনসিংহ।

খ) বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান কত? উত্তরঃ ১৫.৯৬% (২০১৪-২০১৫ সাময়িক) (উৎসঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৫)

________
✐ 28th BCS

ক) বাংলাদেশে গ্রামের সংখ্যা কত? উত্তরঃ ৮৭,১৯১ টি (উৎসঃ আদমশুমারী ও গৃহগণনা- ২০১১)

খ) নিঝুম দ্বীপের আয়তন কত? উত্তরঃ ৯১ বর্গ কিলোমিটার বা ৩৫.১৩৫ বর্গমাইল (উৎসঃ প্রফেসরস বাংলাদেশ বিষয়াবলী, নতুন সংস্করণ, নভেম্বর-২০১৪, পৃষ্ঠা-৬৭২)

গ) জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত? উত্তরঃ ১৫০ ফুট বা ৪৫.৭২ মিটার (উৎসঃ বাংলাপিডিয়া ৪র্থ খন্ড, পৃষ্ঠা-১২) প্রচলিত তথ্য মতে, ৪৬.৫ মিটার।

——————–০———————-
সংকলনেঃ Ajgar Ali (BCS Spotlight)
————————-০——————

Leave a Reply

One comment

Leave a Reply

Your email address will not be published.