Home >> নিয়োগ বিজ্ঞপ্তি >> ২০ জন সেলস অফিসার নিয়োগ প্রিমিয়াম সুইটসে

২০ জন সেলস অফিসার নিয়োগ প্রিমিয়াম সুইটসে

প্রখ্যাত খাদ্যপ্রস্তুতকারি প্রতিষ্ঠান প্রিমিয়াম সু্‌ইটসের বিভিন্ন শাখার জন্য ইনডোর সেলস অফিসার/কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে

 

যোগ্যতা:

  • যেকোন বিষয়ে স্নাতক, মাস্টার্সে অধ্যয়নরতরাও আবেদন করতে পারবেন
  • যোগাযোগ ও সম্পর্কোন্নয়নে দক্ষ
  • বাংলা ও ইংরেজিতে কথা বলায় দক্ষ
  • ২১ থেকে ২৫ বছর বয়সি

বেতন:  প্রশিক্ষনকালিন প্রথম ৭ মাস ৮,০০০-১২,০০০/-, তারপর ২০,০০০/-

আবেদনের শেষ তারিখ: ফেব্রুয়ারি ১৭, ২০১৭

আবেদন প্রক্রিয়া:
বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে অথবা ছবিসহ জীবনবৃত্তান্ত ইমেইল করুন jobsatpremiumsweets@gmail.com